২০৩০ শীতকালীন গেমসের ভেন্যু পর্যবেক্ষণের জন্য সাপোরোতে আইওসি কর্তারা

জাপানের উত্তরাঞ্চলিয় শহর সাপোরোতে আজ থেকে ২০৩০ শীতকালীণ গেমসের ভেন্যু পর্যবেক্ষন শুরু করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কর্মকর্তারা। গেমসটি আয়োজনের প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছে শহরটি। তিনদিনের এই সফরসূচিতে আইওসির এই প্রতিনিধি দল গোটা সাপোরো শহরটি পর্যবেক্ষন করবে। ১৯৭২ সালে এশিয়ার প্রথম শীতকালীন গেমসের আয়োজক হয়েছিল এই শহরটি। শহরটির কর্মকর্তারা এএফপিকে জানায়, ‘এটি হচ্ছে