খনিজ কর ফাঁকি দেয়ায় মার্কিন কোম্পানির কাছে ৩০০ বিলিয়ন ডলার দাবি করেছে মালাউয়ি

আফ্রিকার দক্ষিণ-পূর্বঞ্চলীয় মালাউয়ি নির্ধারিত ট্যাক্স পরিশোধ না করে দেশটি থেকে খনিজ উত্তোলন এবং যুক্তরাষ্ট্রে রফতানি করায় মার্কিন কোম্পানি কলম্বিয়া জেম হাউসের কাছে ৩০০ বিলিয়ন ডলারের বেশী অর্থ দাবি করেছে। দেশটির অ্যাটর্নি জেনারেল শুক্রবার এএফপিকে এ কথা জানান।মালাউয়ির অ্যাটর্নি জেনারেল থাবো চাকাকা নাইরেন্ডা ২৬ জুলাইয়ের এক চিঠিতে কলম্বিয়া জেম হাউসের কাছে