বাণিজ্যিক ভাবে চুয়াডাঙ্গায় উচ্চ ফলনশীল জাতের কুল চষে হচ্ছে। কুল বাগান গুলো পাঁকা-কাঁচা কুলে থোকায় থোকায় ভরে গেছে। বাজারে বলসুন্দরি, কাশ্মীরি, ভারতসুন্দরি ও টক-মিষ্টি কুলের ব্যাপক চাহিদা থাকায় ছোট-বড় বাগান গড়ে উঠেছে । অল্প সময়ে কুল চাষ একটি লাভজনক ব্যবসা হওয়ায় কৃষক ও শিক্ষিত বেকার যুবকরা বাগান গড়ে তুলছেন। ৬