ভূমিকম্পের পর সিরিয়ার কারাগার থেকে পালিয়েছে আইএস’র ২০ বন্দী

ভযাবহ ভূমিকম্পের পর সোমবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কারাগারে বিদ্রোহ করে আইএস’র ২০ বন্দী পালিয়েছে। পলাতক বন্দিদের বেশিরভাগই জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট  সদস্য। কারাগারের একটি সূত্র এএফপি’কে এ কথা জানায়। সূত্র জানায়, তুর্কি সীমান্তের রাজো শহরের নিকটবর্তী একটি কারাগারে মিলিটারি পুলিশ ২ হাজার বন্দিকে আচকে রাখে। বন্দীদের প্রায় ১ হাজার ৩শ’ আইএস