আফ্রিকা ভ্রমণকারী যাত্রীদের এমিরেটসের অতিরিক্ত লাগেজ সুবিধা প্রদান

আফ্রিকার যেকোন গন্তব্যে ভ্রমণের জন্য আগস্ট ৯, ২০২১ কিংবা তৎপরবর্তী সময়ে এমিরেটস টিকিট ক্রয়কারী যাত্রীরা অতিরিক্ত ফ্রি লাগেজ সুবিধা পাবেন। বিজনেস শ্রেনীর যাত্রীরা পাবেন জনপ্রতি ৬৪ কেজি (২পিস, প্রতি পিস ৩২ কেজি)। ইকোনমি শ্রেনীর সেভার, ফ্লেক্স এবং ফ্লেক্স-প্লাস ভাড়ায় ক্রয়কৃত টিকিটে যাত্রীরা জনপ্রতি ৪৬ কেজি (২পিস, প্রতি পিস ২৩ কেজি)