সীমান্তর্বতী এবং হটস্পট এলাকায় কোভিড ১৯ সংক্রমন মোকাবেলা করতে সহায়তা প্রধানের লক্ষ্যে সাজেদা ফাউন্ডেশন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও পাবনা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সাথে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে, প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
চুক্তি অনুসারে, কোভিড ১৯ রোগীদরে চিকিৎসা কাজে সহায়তা করার জন্য প্রাথমকিভাবে ২ মাসরে জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং পাবনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জাম, লজস্টিকি সার্পোট এবং অভিজ্ঞ স্বাস্থ্যর্কমী সরবরাহ করবে সাজেদা ফাউন্ডশেন।
সাজেদা ফাউন্ডশেনের পরচিালক (স্বাস্থ্য) ডা. মো. তরকিুল ইসলাম বলনে, ‘‘কোভিড মহামারী শুরুর দিকে নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জরে সাজেদা হাসপাতালে কোভিড পজিটিভ রোগীদরে চিকিৎসা করার মাধ্যমে সাজেদার মেডিকেল টিম গুরুত্বর্পূণ অভিজ্ঞতা র্অজন করছে। পাবনা এবং চুয়াডাঙ্গার কোভিড ১৯ চিকিৎসার প্রতিকূলতা মোকাবলোয় আমরা আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগাব।’’
সাজেদা ফাউন্ডশেনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদা ফিজ্জা কবীর বলেন, “আমাদরে প্রতি বিশ্বাস রেখে, সব ধরনরে সহায়তা দিয়ে চুয়াডাঙ্গা ও পাবনার কোভিড আক্রান্তদের পাশে দাঁড়াবার সুযোগ দেবার জন্য আমাদরে অংশীদারদের ধন্যবাদ জানাই। এ ধরনের সম্মিলিত পদক্ষেপ মহামারী মোকাবলোয় গুরুত্বর্পূণ ভূমিকা রাখবে।’’