মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি আস্থাশীল যে পশ্চিমা জোট ইউক্রেনকে ঐক্যবদ্ধভাবে সহায়তা দিয়ে যাবে।
হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সাথে বৈঠকের পর বুধবার সাংবাদিকদের এ কথা বলেন বাইডেন।
তিনি আরো বলেন, জোট ধরে রাখার বিষয় নিয়ে আমি মোটেও চিন্তিত নই। ইউক্রেনের প্রতি সংহতি ও সমর্থনের বিষয়ে আমি খুব ভালো বোধ করছি।
উল্লেখ্য, রাশিয়া ইউক্রেনে হামলার পর প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র আসেন জেলেনস্কি। তিনি বাইডেনের সাথে বৈঠক ছাড়াও মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন।