আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে টাই ব্রেকারে পেনাল্টির সুযোগ নষ্ট করায় ফ্রান্সের দুই খেলোয়াড় কিংসলে কোম্যান ও অরেলিয়েন টিচুয়ামেনি সামাজিক যোগাযোগ অনলাইনে বর্ণবৈষ্যমের শিকার হয়েছেন।
পেনাল্টি শ্যুট আউটে ফ্রান্স ৪-২ গোলে পরাজিত হলে বিশ^কাপের শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়। তার পেনাল্টিটি আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ রক্ষা করেন, অন্যদিকে টিচুয়ামেনির শটটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
অনলাইনে এক বিবৃতিতে জার্মান জায়ান্টদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এফসি বায়ার্ন শক্তভাবে কোম্যানের বিপক্ষে বর্ণবৈষম্যমূলক সব ধরনের কমেন্টের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এফসি বায়ার্ন পরিবার সবসময় তোমার সাথে আছে। ক্রীড়াঙ্গনে কিংবা আমাদের সমাজে বর্ণবাদের কোন স্থান নেই।’
গত বছর ইউরো ২০২০ ফাইনাল ইতালির কাছে পরাজয়ের পর ইংল্যান্ডের মার্কোস রাশফোর্ড, জেডন সানচো ও বুকায়ো সাকা একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদের শিকার হয়েছিলেন। এই তিনজনই টাই ব্রেকারে পেনাল্টি মিস করেছিলেন।