You are here
Home > বিশ্ব > ওডেসায় রাশিয়ান ড্রোন হামলার পরে ১৫ লাখের বেশী লোক বিদ্যুৎবিহীন

ওডেসায় রাশিয়ান ড্রোন হামলার পরে ১৫ লাখের বেশী লোক বিদ্যুৎবিহীন

ইউক্রেনের দক্ষিণে ওডেসা শহরে রাতে রাশিয়ান ‘কামিকাজে ড্রোন’ হামলার পরে শনিবার ১৫ লাখের বেশী লোক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেছেন।

অঞ্চলটির বিদ্যুৎ কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, শুক্রবারের হামলার পরে মেরামত করতে কয়েক সপ্তাহ সময় লাগবে, এতে তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে।

জেলেনস্কি বলেন, ‘ইরানি ড্রোনের রাতের হামলার পর ওডেসা এবং এই অঞ্চলের অন্যান্য শহর ও গ্রাম অন্ধকারে রয়েছে।এখন পর্যন্ত ওডেসা অঞ্চলের দেড় মিলিয়নেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন।’

প্রেসিডেন্ট প্রশাসনের উপ-প্রধান কিরিলো টাইমোশেঙ্কো বলেছেন, হাসপাতাল এবং প্রসূতি ওয়ার্ড সহ কেবলমাত্র গুরুত্বপূর্ণ অবকাঠামোতেই বিদ্যুতের সুবিধা রয়েছে।

তিনি বলেন, ‘পরিস্থিতি কঠিন, তবে নিয়ন্ত্রণে রয়েছে।’

প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি পশ্চিমাপন্থী ইউক্রেনে সৈন্য পাঠানোর আগে কৃষ্ণ সাগর তীরবর্তী বন্দরটি অনেক ইউক্রেনীয় এবং রাশিয়ানদের ছুটির সময়ের জন্য একটি প্রিয় গন্তব্য ছিল।

ওই অঞ্চলের গভর্নর ম্যাকসিম মার্চেনকো বলেছেন, রাশিয়া রাতভর ‘কামিকাজে ড্রোন’ দিয়ে শহরটিতে হামলা চালিয়েছে।

তিনি বলেন, ‘হামলার ফলে আমাদের অঞ্চলের প্রায় সব জেলা ও কমিউনিটি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।’

গভর্নর বলেন, ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ইউনিট দুটি ড্রোন ভূপাতিত করেছে।

শুক্রবার কিয়েভ বলেছে, ওডেসা সহ যুদ্ধ-বিধ্বস্ত দেশের দক্ষিণ অঞ্চলগুলোতে ইউক্রেনীয় বিদ্যুৎ গ্রিডে ধারাবাহিক রাশিয়ান হামলার সর্বশেষ লড়াইয়ের কয়েক দিন পরে সবচেয়ে খারাপ বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছে।

রাশিয়া সোমবার ইউক্রেনের মূল অবকাঠামোতে কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, বারবার হামলার পরে দেশটিতে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত গ্রীডের উপর চাপ তৈরি করেছে।

Similar Articles

Leave a Reply

Top