You are here
Home > প্রযুক্তি > ফেসবুক, বিগ স্প্রিং, সিআইআর ও সি-ক্যাব যৌথভাবে বাংলাদেশি সাংবাদিকদের জন্য মোবাইল স্কিলিং প্রশিক্ষণ চালু করেছে

ফেসবুক, বিগ স্প্রিং, সিআইআর ও সি-ক্যাব যৌথভাবে বাংলাদেশি সাংবাদিকদের জন্য মোবাইল স্কিলিং প্রশিক্ষণ চালু করেছে

বাংলাদেশে ১০০০ এর বেশি সাংবাদিকদের জন্য নতুন প্রশিক্ষণ নিয়ে এসেছে ফেসবুক জার্নালিজম প্রোজেক্ট। বিগ স্প্রিং, সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং (সিআইআর) এবং সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ (সিক্যাব) যৌথভাবে ফেসবুকের সাথে ফান্ডামেন্টালস ফর নিউজ নামের প্রশিক্ষণ প্রোগ্রাম সম্পূর্ণ ডিজিটালভাবে প্রদান করছে, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানা যায়। মোবাইল কারিকুলামটি বাংলা ইংরেজি উভয় ভাষায় পাওয়া যাবে। অনলাইন নিরাপত্তা, ফেসবুকের ব্যবহার, এবংপ্ল্যাটফর্মটিতে যথাযথভাবে কিভাবে ভিডিও ব্যবহার করা যায়, এমন বিষয়গুলো এই প্রশিক্ষনে অন্তর্ভুক্ত থাকবে।মোবাইল ওয়েব সাইটের মাধ্যমে প্রোগ্রামটিতে অংশ গ্রহণ করা যাবে। ফেসবুক এশিয়া প্যাসিফিকের নিউজ পার্টনারশিপের পরিচালক অঞ্জলি কাপুর বলেন, “বিশ্বব্যাপী মানসম্মত সাংবাদিকতাকে সমর্থন করা এবং সাংবাদিকদের টুলস প্রশিক্ষণ প্রদানের ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।এই প্রোগ্রামটি শুরু করার আগে আমরা সংবাদ কমিউনিটি এবং আমাদের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পার্টনারদের সাথে আলোচনা করেছি। তারা শনাক্ত করেছেন যে, আরো কার্যকরীভাবে ফেসবুক ব্যবহার করার জন্য সাংবাদিকদের প্রাথমিক দক্ষ তার ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজন।আমরা আশা করছি, এই প্রোগ্রামটি সাংবাদিকদের ডিজিটাল পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করবে এবং তাদের কমিউনিটিকে আরো সচেতন প্রতিজ্ঞ করে তুলবে। সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশএর নির্বাহী পরিচালক জেইন মাহমুদ বলেন, “ফেসবুকের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এই নতুন কারিকুলাম দেশ জুড়ে আমাদের সাংবাদিকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের দক্ষতা রিপোর্টিংয়ের ভিত্তি আরো জোরদার করে তুলবে। বিগ স্প্রিংয়ের প্রযুক্তির কারণে মোবাইল প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্রশিক্ষন সবাই নিতে পারবে। সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিংএর নির্বাহী পরিচালক দিল্রুক শিহান্ডু নেট্টি বলেন, “এই পার্টনারশিপ আমাদের পরবর্তী প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষনের সুযোগ করে দেবে। বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে গল্প বলার নতুন ধরন শেখানোর মাধ্যমে তাদেরকে প্রস্তুত করবে। বিগ স্প্রিংয়ের প্রতিষ্ঠাতা সিইও ভক্তি ভিথাহালানি বলেন, “বাংলাদেশের সাংবাদিকদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির জন্য মোবাইল প্ল্যাটফর্মটি নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। বিগ স্প্রিংয়ের প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা ছোট ছোট কন্টেন্টের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির জন্য লার্নিং কমিউনিটির সাথে যুক্ত হতে পারেন। আমাদের এই প্ল্যাটফর্মটি মোবাইলে ব্যবহারযোগ্য বহুভাষী, এবং এটি ব্যবহার করা খুবই সহজ।

Similar Articles

Leave a Reply

Top