You are here
Home > ব্যাবসা-বাণিজ্য > আফ্রিকা ভ্রমণকারী যাত্রীদের এমিরেটসের অতিরিক্ত লাগেজ সুবিধা প্রদান

আফ্রিকা ভ্রমণকারী যাত্রীদের এমিরেটসের অতিরিক্ত লাগেজ সুবিধা প্রদান

আফ্রিকার যেকোন গন্তব্যে ভ্রমণের জন্য আগস্ট ৯, ২০২১ কিংবা তৎপরবর্তী সময়ে এমিরেটস টিকিট ক্রয়কারী যাত্রীরা অতিরিক্ত ফ্রি লাগেজ সুবিধা পাবেন।

বিজনেস শ্রেনীর যাত্রীরা পাবেন জনপ্রতি ৬৪ কেজি (২পিস, প্রতি পিস ৩২ কেজি)। ইকোনমি শ্রেনীর সেভার, ফ্লেক্স এবং ফ্লেক্স-প্লাস ভাড়ায় ক্রয়কৃত টিকিটে যাত্রীরা জনপ্রতি ৪৬ কেজি (২পিস, প্রতি পিস ২৩ কেজি) ফ্রি লাগেজ সুবিধা পাবেন, প্রেসে বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিশেষ ভাড়ায় ভ্রমণকারী যাত্রীদের ক্ষেত্রে এই সুবিধা শুধুমাত্র ২৩ কেজির এক পিস লাগেজে সীমাবদ্ধ।

বর্তমানে এমিরেটস আফ্রিকার আবিদজান, আক্রা, আদ্দিস আবাবা, কায়রো, ক্যাসাব্ল্যাঙ্কা, কোনাক্রী, ডাকার, দারেস সালাম, হারারে, জোহান্সবার্গ (শুধুমাত্র ইনবাউন্ড), খার্তুম, লুয়ান্ডা, নাইরোবি এবং তিউনিস প্রভৃতি দেশে ফ্লাইট পরিচালনা করছে।

বিভিন্ন দেশে ক্রমান্বয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হবার সাথে সাথে এমিরেটস তার নেটওয়ার্ক বিস্তার করে যাচ্ছে এবং ইতোমধ্যে ১২০টির অধিক গন্তব্যে পুনরায় ফ্লাইট শুরু করতে সক্ষম হয়েছে, যা অতিমারী পূর্ববর্তী নেটওয়ার্কের প্রায় ৯০ শতাংশ।

Similar Articles

Leave a Reply

Top