You are here
Home > খেলাধুলা > রোনাল্ডোকে অপমান করেছে কোরিয়ান খেলোয়াড়রা

রোনাল্ডোকে অপমান করেছে কোরিয়ান খেলোয়াড়রা

শুক্রবার দক্ষিণ কোরিয়ার কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২-১ গোলে পরাজিত হয়েছে পর্তুগাল। যদিও এই পরাজয়ের পরও গ্রুপ-এইচ’র শীর্ষ দল হিসেবেই পরের রাউন্ডে গেছে পর্তুগীজরা। দক্ষিণ কোরিয়াও দ্বিতীয় দল হিসেবে নক আউটের টিকিট পেয়েছে। এই ম্যাচে দ্বিতীয়ার্ধে রোনাল্ডো যখন বদলী বেঞ্চে চলে যান তখন তাকে দক্ষিণ কোরিয়ান খেলোয়াড়রা অপমান করেছেন বলে জানিয়েছেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস।

৬৫ মিনিটে যখন বদলী হিসেবে রোনাল্ডোর ডাক আসে তখন ৩৭ বছর বয়সী পর্তুগীজ অধিনায়ক ধীরে ধীরে হেঁটে মাঠ ত্যাগ করেন। সান্তোস অবশ্য মানতে নারাজ বদলী হিসেবে ডাক পাওয়ায় রোনাল্ডো ক্ষুব্ধ হয়েছেন, বরং তার দাবী কোরিয়ান খেলোয়াড় চো গে সুংয়ের সাথে কথা কাটাকাটির কারণেই তিনি রাগান্বিত হয়েছেন। এ সময় সান্তোস বলেন, ‘সে কোরিয়ার খেলোয়াড়দের উপর রাগ করেছিলেন যা সবাই দেখেছে। একজন খেলোয়াড় তাকে অপমান করেছে, তাকে বলা হয়েছিল তাড়াতাড়ি মাঠ ত্যাগ করো। সে কারণেই সে রেগে গিয়েছিল। আমি কোরিয়ান খেলোয়াড়ের সাথে তাকে কথা বলতে দেখেছি এবং এ ব্যপারে আমার কোন সন্দেহ নেই। এ সময় কোরিয়ান খেলোয়ারটির শারিরীক ভাষা আগ্রাসী না থাকলেও তার মুখের ভাষা আগ্রাসী ছিল। এ সময় তিনি ইংরেজী ভাষায় রোনাল্ডোর সাথে কথা বলেছেন।’

দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার হুয়াং ইন বেয়ম অবশ্য এই ধরনের বিতর্ককে অনেকটা এড়িয়ে গিয়ে বলেছেন, ‘আমি এই ধরনের কিছু দেখিনি, ঐ সময় আমি খুব পরিশ্রান্ত ছিলাম। আমি মাটির দিকে তাকিয়ে ছিলাম, সে কারনে কিছু দেখতে পাইনি। এ ব্যপারে আমার কিছু বলার নেই।’

Similar Articles

Leave a Reply

Top