You are here
Home > বিশ্ব > পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিতর্কের সকল তথ্য দিতে মিত্রদের প্রতি আহ্বান ইউক্রেনের

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিতর্কের সকল তথ্য দিতে মিত্রদের প্রতি আহ্বান ইউক্রেনের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্র বিতর্কের ‘সকল তথ্য’ দিতে কিয়েভের মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, এটি রাশিয়া ছুঁড়েছে। আর কিয়েভের এমন দাবি ওয়ারশের দাবির বিপরীত। খবর এএফপি’র।

পশ্চিমা সমর্থিত ইউক্রেনের অভ্যন্তরে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ব্যাপক বোমাবর্ষণ চলাকালে দেশটির সীমান্তবর্তী প্রিজিওদাদো গ্রামে কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে মঙ্গলবার দু’জন নিহত হয়।

এই ঘটনার পরপরই আশঙ্কা করা হচ্ছিল এটি ইউক্রেন সংঘাতের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করতে পারে। কিন্তু বুধবার পোল্যান্ড জানায়, ক্ষেপণাস্ত্রটি সম্ভবত ইউক্রেনের নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া হয়েছে। সেই তত্ত্বটি তখন ওয়াশিংটনও সমর্থন করেছিল।

জেলেনস্কি তার রাতের ভাষণে বলেন, ‘আমরা এ ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে বিস্তারিত সবকিছু ও প্রকৃত ঘটনা জানতে চাই। আর সেজন্য আমাদের অংশীদারদের কাছে থাকা সকল তথ্য আমাদের জানার এবং ঘটনাস্থলে আমাদের প্রবেশের সুযোগ থাকা দরকার।’

এর আগে জেলেনস্কি বলেছিলেন, ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের ছিল কিয়েভ এমন কোন প্রমাণ পায়নি।

Similar Articles

Leave a Reply

Top