দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার দিনের একমাত্র ম্যাচে দুপুর ২টায় সিডনিতে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।
সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জয়ের বিকল্প নেই পাকিস্তানের। বাঁচা-মরার এই লড়াইয়ে আগে ব্যাট করতে নামছেন বাবররা।
এর আগে পাকিস্তান তিন ম্যাচ খেলে জয় পেয়েছে একটি ও হেরেছে ২টি ম্যাচে। সমান ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে দুইটি এবং বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি করেছে একটি ম্যাচে।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ট্রিস্টান স্টাবস, ওয়েন পারনেল, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া, তাবরেজ শামসি।