You are here
Home > জাতীয় > সংসদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল পাস

সংসদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল পাস

জাতীয় সংসদে শনিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল, ২০২১ সংশোধিত আকারে পাস করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বিলটি পাসের প্রস্তাব করেন।

বিলে ট্রাস্ট স্থাপন, ট্রাস্টের কার্যালয়, পরিচালনা ও প্রশাসন, ট্রাস্টের কার্যাবলী, ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক নিয়োগ ও তার দায়িত্ব, কর্মচারি নিয়োগ, তহবিল, হিসাবরক্ষণ ও নিরীক্ষা, ক্ষমতা অর্পণ, বিধি-প্রবিধান প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়।

বিল পাসের প্রক্রিয়ায় জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, রুস্তম আলী ফরাজী, মুজিবুল হক, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, বেগম রওশন আরা মান্নান, বিএনপি’র হারুনুর রশীদ ও মোশাররফ হোসেন বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ এবং সংশোধনী প্রস্তাব আনলে ৪টি সংশোধনী গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

Similar Articles

Leave a Reply

Top