You are here
Home > বিশ্ব > কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ

কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ

কিয়েভে সোমবার সকালে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঠিক এক সপ্তাহ পর সেখানে এসব বিস্ফোরণের শব্দ শোনা গেল।

স্থানীয় সময় সকাল ৬ টা ৩৫ মিনিট থেকে ৬ টা ৫৮ মিনিটের মধ্যে (গ্রিনিচ মান সময় ০৩৩৫ ও ০৩৫৮ টা) তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথম বিস্ফোরণের একেবারে আগ মুহূর্তে সাইরেন বাজানো হয়।

কিয়েভ মেয়র ভিতালি ক্লিৎসচকো জানান, এসব বিস্ফোরণের একটি রাজধানীর মধ্যাঞ্চলীয় শেভচেনকিভস্কি জেলায় ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ক্লিৎসচকো বলেন, ‘নিরাপত্তা সংশ্লিষ্ট সকল বাহিনী বিস্ফোরণস্থলের পথে রয়েছে। নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার ব্যাপারে সতর্ক সংকেত বাজানো অব্যাহত রয়েছে।’

গত ১০ অক্টোবর কিয়েভ ও ইউক্রেনের অন্যান্য নগরী লক্ষ্য করে রাশিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। বিগত কয়েক মাসের মধ্যে এটি ছিল মস্কোর সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা।

এসব ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে  ১৯ জন নিহত ও ১০৫ জন আহত হয়। এতে আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে।

মস্কো গত ১১ অক্টোবর  ইউক্রেনের পশ্চিমাঞ্চলে জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারো হামলা চালায়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেন, মস্কোর অন্তর্ভুক্ত ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়ার সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ সেতু বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতিশোধ নিতে এসব হামলা চালানো হয়।

পুতিন শুক্রবার সন্তোষ প্রকাশ করে বলেন, এক্ষেত্রে ইউক্রেনের ওপর ব্যাপক হামলা চালানোর আর প্রয়োজন নেই।

Similar Articles

Leave a Reply

Top