You are here
Home > জাতীয় > সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আইইডি বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত একজন

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আইইডি বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত একজন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনাকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আজ ভোরে বাংলাদেশী শান্তিরক্ষীদের গাড়ি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে পড়ে তিন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত এবং একজন আহত হয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (বাংলাদেশ সময় মঙ্গলবার ১টা ৩৫ মিনিটে) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে অভিযান পরিচালনাকারী বাংলাদেশী শান্তিরক্ষীদের গাড়ি আইইডি বিস্ফোরণের কবলে পড়ে।

নিহত শান্তিরক্ষীরা হলেন, ব্রাহ্মনবাড়িয়া সৈনিক জসিম উদ্দিন (৩১), নিলফামারীর সৈনিক জাহাংগীর আলম (২৬) এবং সিরাজগঞ্জের সৈনিক শরিফ হোসেন (২৬)। আহত শান্তিরক্ষী টহল কমান্ডার মেজর আশরাফুল হক।

ঘটনার পরপরই চার শান্তিরক্ষীকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বোয়ার শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম ও শরীফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

তবে মেজর আশরাফুল হক একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত অন্য শান্তিরক্ষীরা নিরাপদে রয়েছে বলে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব শহীদ সেনাদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও এতে জানানো হয়।

Similar Articles

Leave a Reply

Top