গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর দুটি স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে।
এতে ফুলগাজীর দক্ষিণ দৌলতপুর ও উত্তর দৌলতপুর গ্রাম প্লাবিত হয়েছে। ফলে এ বছর দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়েছে স্থানীয়রা।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানান, মুহুরী নদীর পানি বিপদসীমার ৮৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত বাঁধের দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে কাজ চলছে বলে জানান পাউবো কর্মকর্তারা।
এদিকে, দক্ষিণ দৌলতপুর ও উত্তর দৌলতপুরে বাঁধ ভেঙে পানি ঢুকে প্লাবিত হয়েছে ঘরবাড়ি। ভেসে গেছে মাছের ঘের। এর আগে রাতে প্লাবিত হয় ফুলগাজী বাজার। দোকানের মালামাল নষ্ট হয়ে ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা।