সরকার এই মুহূর্তে জনগণের নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে আমরা কঠোর অবস্থানে রয়েছি।
বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ‘প্রথমত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, আইনশৃংখলা বাহিনীর সদস্যদের এলার্ট করা হয়েছে। তারা যেন জনগণকে নিরাপদে থাকার নির্দেশনা দেন। এখন জরুরি সভার আহবান করা হয়েছে। সবাই মিলে বসে সিদ্ধান্ত নেব সীমান্তের মানুষদের আরো কীভাবে নিরাপদে রাখা যায় সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
তিনি বলেন, এলাকাবাসীর নিরাপত্তার বিষয়টি চিন্তা করে ঘুমধুমের এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।