You are here
Home > খেলাধুলা > ধোনিকে টপকে রেকর্ড কোহলির

ধোনিকে টপকে রেকর্ড কোহলির

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেই ভারতের হয়ে সবেচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়লেন বিরাট কোহলি। এতে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে টপকে উপে উঠে গেলেন কোহলি।
এ ম্যাচসহ ভারতকে ৬১তম টেস্টে নেতৃত্ব দিচ্ছেন কোহলি। আর ধোনি নেতৃত্ব দিয়েছেন ৬০টি টেস্টে।
ভারতের হয়ে টেস্টে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড আগেই গড়েছেন কোহলি। তার অধীনে ৬০ টেস্টে ৩৬টি জয়, ১৪টি হার ও ১০টি ম্যাচে ড্র করেছে ভারত।
ধোনির নেতৃত্বে ৬০ টেস্টে ২৭টি জয়, ১৮টি হার ও ১৫টি ম্যাচ ড্র করেছে।
ভারতের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব ও জয়ের দিক দিয়ে তৃতীয়স্থানে আছেন সৌরভ গাঙ্গুলী। ৪৯ টেস্টে ২১টি জয়, ১৩টি হার ও ১৫টি ড্র হয়েছে বোর্ডের বর্তমান সভাপতি গাঙ্গুলীর অধীনে।
টেস্ট শীর্ষ পাঁচ ভারতীয় অধিনায়কের পরিসংখ্যান :
অধিনায়ক ম্যাচ জয় হার ড্র
বিরাট কোহলি (২০১৪-২০২১) ৬১* ৩৬ ১৪ ১০
মহেন্দ্র সিং ধোনি (২০০৮-২০১৪) ৬০ ২৭ ১৮ ১৫
সৌরভ গাঙ্গুলী (২০০০-২০০৫) ৪৯ ২১ ১৩ ১৫
মোহাম্মদ আজহারউদ্দিন (১৯৯০-১৯৯৯) ৪৭ ১৪ ১৪ ১৯
সুনীল গাভাস্কার (১৯৭৬-১৯৮৫) ৪৭ ৯ ৮ ৩০

Similar Articles

Leave a Reply

Top