ডাচ বাংলা ব্যাংকের দুই কোটি ৫৭ লাখ এক হাজার টাকা আত্মসাতের মামলায় তিন আসামি রিমান্ডে এবং নারী আসামিকে কারগারে পাঠিয়েছে আদালত।
বুধবার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আসাদুল ইসলাম আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে হাজির করে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড আবেদন করেন।
অপরদিকে আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আসাদুজ্জামান আসাদ, মেহেদী হাছান মামুন ও আল আমীন বাবুর প্রত্যাককে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন, এছাড়া সায়েমা আক্তার নামে এক নারীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।
গত মঙ্গলবার ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমের একটি দল ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে।