পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল) পারভেজ এলাহি শপথ গ্রহণ করেছেন। বুধবার সকালে প্রেসিডেন্ট হাউসে এক অনুষ্ঠানে তিনি শপথ নেন। খবর সিনহুয়ার।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পাঞ্জাব গভর্নর মুহাম্মাদ বালিগ-উর-রহমান শপথ পাঠ করাতে অপারগতা জানানোর পর পাকিস্তান প্রেসিডেন্ট আরিফ আলভি নব নির্বাচিত এ মুখ্যমন্ত্রীকে শপথ পাঠ করান।
সুপ্রিম কোর্ট স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১১টায় এলাহিকে শপথ বাক্য পাঠ করাতে গভর্নরকে নির্দেশ দেন। এক্ষেত্রে গভর্নর শপথ পড়াতে ব্যর্থ হলে প্রেসিডেন্ট তা পড়াতে পারবেন বলে আদালতের নির্দেশনায় উল্লেখ করা হয়।
পাঞ্জাব পরিষদের ডেপুটি স্পিকার দোস্ত মাজারির বিরুদ্ধে তার আবেদনের জবাবে সর্বোচ্চ আদালত এলাহিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। তিনি গত সপ্তাহে অনুষ্ঠিত পরিষদের নির্বাচনে পাকিস্তানের মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর হামজা শাহবাজের বিরুদ্ধে এলাহির পাওয়া ১৮৬ ভোটের ১০ ভোট বাতিল করেন। এ নির্বাচনে হামজা শাহবাজ পান ১৭৯ ভোট।