ধীর গতির বোলিংয়ের দায়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জরিমানা করা হয়েছে।
গত রোববার ডোমিনিকায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধীরগতির বোলিংয়ের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশকে।
ঐ ম্যাচটি ৩৫ রানে জিতেছিলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ক্যারিবীয়রা। বৃষ্টির বারনে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়।
নির্ধারিত সময়ে ও এক ওভার কম বোলিং করার দায়ে বাংলাদেশ দলকে এ জরিমানা করেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।
আইসিসির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ অনুসারে ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কোন দল বোলিং কোটা পুৃরন করতে না পারলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হবে।
বাংলাদেশের অধিনায়ক শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। অনফিল্ড আম্পায়ার লেসলি রেইফার জুনিয়র ও নাইজেল ডুগুইড, তৃতীয় আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট ও চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব সপালন করা প্যাট্রিক গুস্টার্ড বাংলাদেশের বিপক্ষে অভিযোগ আনে।
আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজ হার এড়াতে এ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।