You are here
Home > বিশ্ব > সিরিয়ার শিবির থেকে ৩৫ শিশু ও ১৬ মা’কে প্রত্যাবাসন ফ্রান্সের

সিরিয়ার শিবির থেকে ৩৫ শিশু ও ১৬ মা’কে প্রত্যাবাসন ফ্রান্সের

ফ্রান্স সিরিয়ার বিভিন্ন শিবির থেকে ৩৫ শিশু ও ১৬ মা’কে দেশে ফিরিয়ে এনেছে। সন্দেহভাজন ইসলামিক স্টেট জিহাদিদের পরিবারের এসব সদস্যকে সেখানে বন্দি রাখা হয়েছিল। প্যারিসে পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।
ওই মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ফ্রান্স আজ দেশে ফিরিয়ে আনা ৩৫  ফরাসি শিশুকে গ্রহণ করেছে। তারা সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে বিভিন্ন শিবিরে ছিল। এ পদক্ষেপের আওতায় একই অঞ্চলের ওই সব শিবির থেকে ১৬ জন মা’কে ফ্রান্সে ফিরিয়ে আনা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, শিশুদের শিশু সুরক্ষা-কেন্দ্রে হস্তান্তর করা হলেও মা’দের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

Similar Articles

Leave a Reply

Top