You are here
Home > জাতীয় > ৩৬ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

৩৬ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৬ জন নতুন রোগী ভর্তি হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৩১ জন এবং ঢাকার বাইরে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে ।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। 
ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১২৫ জন এবং অন্যান্য বিভাগে ১৯ জন রোগী রয়েছে। 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ১ হাজার ২৩৮ জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া এ পর্যন্ত সর্বমোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৯৩ জন। 

Similar Articles

Leave a Reply

Top