You are here
Home > জাতীয় > সিনহার বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ আগস্ট

সিনহার বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ আগস্ট

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি (সিজে) সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দায়েরকৃত একটি দুর্নীতি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত ৩০ আগস্ট ধার্য করেছেন।
সিনহার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য ছিল।
দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় ঢাকা মহানগর দায়েরা জজ কে এম ইমরুল কায়েশ আজ নতুন করে এ তারিখ ধার্য করেন।
২০২১ সালের ১০ অক্টোবর, দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার এস কে সিনহার বিরুদ্ধে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১-এ তার ভাই ও আত্মীয়ের নামে ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচারের মাধ্যমে ৭ কোটি ১৪ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, প্রধান বিচারপতি থাকাকালে এস কে সিনহা উত্তরা আবাসিক এলাকায় রাজউকের কাছ থেকে একটি প্লট নেন এবং ক্ষমতার অপব্যবহার করে তার ভাইয়ের নামে রাজউক পূর্বাচল প্রকল্পে আরও তিন কাঠার প্লট নেন।
পরে তিনি তিন কাঠার প্লটটি পাঁচ কাঠায় উন্নীত করেন, প্লটটি পূর্বাচল থেকে উত্তরা সেক্টর-৪-এ স্থানান্তর করেন এবং তার এক আত্মীয়কে পাওয়ার অব অ্যাটর্নি দেন।
দুদক তার অনুসন্ধানে দেখতে পায়, সাবেক প্রধান বিচারপতি এই প্লটের বিপরীতে রাজউককে ৭৫ লাখ টাকা দেন এবং এর ওপর ৬ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে নয় তলার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নির্মাণ করেন।
দুর্নীতি দমন সংস্থা আরও বলেছে প্লট ক্রয় এবং অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের উন্নয়নে ব্যবহৃত অর্থের কোনও বৈধ উৎস পাওয়া যায়নি।
গত বছরের নভেম্বরে চার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে পৃথক দুটি মামলায় সিনহাকে ১১ বছরের কারাদন্ড দেওয়া হয়।

Similar Articles

Leave a Reply

Top