You are here
Home > বিশ্ব > ইউক্রেনে পশ্চিমাঞ্চলে রুশ হামলায় অন্তত ২২ জন আহত

ইউক্রেনে পশ্চিমাঞ্চলে রুশ হামলায় অন্তত ২২ জন আহত

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয়  চোরটকিভ শহরে রাশিয়ার হামলায় কমপক্ষে ২২ জন আহত হয়েছে,  রোববার আঞ্চলিক গভর্ণর এ খবর জানান। দেশের পশ্চিমাঞ্চলে এটি একটি বিরল হামলা।
ভলোদিমির ট্রুশ এক ফেসবুক পোস্টে বলেছেন, “গতকাল ১৯ টা ৪৬ মিনিট ( গ্রিনীজ মান সময় ১৬৪৫ টায়) চারটি ক্ষেপণাস্ত্র  চোরটকিভকে আঘাত হানে, যার সবগুলোই কৃষ্ণ সাগর থেকে ছোঁড়া হয়েছিল,” ।
তিনি বলেন,  সাতজন নারী ও একজন ১২ বছর বয়সীসহ আহত ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 গভর্নর ট্রুশ বলেন, রুশ হামলায় টারনোপিল অঞ্চলের চোর্টকিভে অবস্থিত একটি সামরিক স্থাপনা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে এবং আবাসিক ভবনগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে।
চোরটকিভ,  রোমানিয়ার সীমান্ত থেকে ১৪০ কিলোমিটার উত্তরে এবং ইউক্রেনের পশ্চিমাঞ্চলের বৃহত্তম শহর লভিভ  থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি মস্কোর আক্রমণ শুরুর পর থেকে রাশিয়া কেবল পূর্ব ও দক্ষিণ ইউক্রেনেই প্রধানত হামলা চালিয়েছে, দেশটির পশ্চিমে কেবল বিক্ষিপ্ত হামলা দেখা গেছে।
পশ্চিমে কেবল সামরিক স্থাপনা এবং পশ্চিমাদের সরবরাহ করা সামরিক সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালানো হয়।

Similar Articles

Leave a Reply

Top