You are here
Home > খেলাধুলা > অবসর ভেঙ্গে প্রস্তুত মঈন

অবসর ভেঙ্গে প্রস্তুত মঈন

এক বছরও হয়নি  টেস্ট ক্রিকেট থেকে অবসর  নিয়েছেন ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী।  তবে  এখন অবসর ভেঙ্গে  লংগার ভার্সনে  ফিরতে প্রস্তুত তিনি।  ম্যানেজমেন্ট  চাইলে এ বছরের শেষ দিকে  নির্ধারিত পাকিস্তান  সফরেই  দলে ফিরতে   রাজি আছেন অলরাউন্ডার  মঈন।
পাঁচ দিনের ক্রিকেটে মনোযোগ ধরে রাখা কঠিন হওয়ায়, গেল বছরের সেপ্টেম্বরে টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন ৬৪ ম্যাচ খেলা মঈন।
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দলের  নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালামের কাজে মুগ্ধ হয়েছেন মঈন। তাই দলে ফিরতে মরিয়া তিনি। আসন্ন শীতে  পাকিস্তানের সফরের জন্য প্রস্তুত হবেন বলে শনিবার বিবিসির স্পেশাল ধারাভাষ্যকালীন সময় জানান মঈন।
মঈন বলেন, ‘যখন বা যদি বেন্ডন ম্যাককালাম আমাকে দলে চান, নিশ্চয়ই আমি পাকিস্তান সফরে খেলবো।’
অতীতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পাকিস্তান সফর করেছেন মঈন। তবে জাতীয় দলের সফরের সাথে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কোন মিল নেই বলে মনে করেন তিনি। সেই সাথে পাকিস্তানের প্রতি আলাদা টানও আছে মঈনে। কারন ইংল্যান্ডের বার্মিংহামে মঈনের জন্ম হলেও, শিকড় কিন্তু পাকিস্তানেই।
মঈন বলেন, ‘আমি কয়েক বছর আগে পাকিস্তান সুপার লিগে খেলেছি। কিন্তু এটা আর সেটা এক নয়। সেখানে আমার পরিবারের শিকড় গাঁথা আছে। ইংল্যান্ড দলের হয়ে সেখানে খেলতে যাওয়াটা দারুণ ব্যাপার হবে।’
২০০৫ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছিলো ইংল্যান্ড। ১৭ বছর হয়ে গেল পাকিস্তান সফরে যায় না ইংলিশরা। তাই আগামী সফরটি ঐতিহাসিক হবে বলে জানান মঈন। তিনি বলেন, ‘এটা ঐতিহাসিক এক বিষয় হবে, কারণ, অনেক বছর ধরে ইংল্যান্ড সেখানে সফরে যাচ্ছে না।’
লর্ডসে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারায় ইংল্যান্ড। ফলে জয় দিয়ে নতুন অধিনায়ক হিসেবে বেন স্টোকস ও নতুন কোচ হিসেবে ম্যাককালামের পথচলা শুরু হয়।
স্টোকস-ম্যাককালামের নতুন যুগের অংশ হতে  জন্য আগ্রহী মঈন। সম্প্রতি মঈনকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছেন ম্যাককালামও। মঈন বলেন, ‘তাকে না বলাটা খুবই কঠিন। সে আমাকে কিছুটা ভয় দেখায়। আমরা একটি আলোচনা করবো এবং দেখবো কিভাবে তা বেরিয়ে আসে। যখন আমি বলেছিলাম, আমি অবসর নিয়েছি তখন মনে হয়েছিল আমার কাজ শেষ হয়ে গেছে। আমি ক্রিকেট নিয়ে সত্যিই ক্লান্ত হয়ে গিয়েছিলাম।’
ইংল্যান্ডের হয়ে ৬৪ টেস্টে ২৯১৪ রান ও ১৯৫ উইকেট নেন ৩৪ বছর বয়সী মঈন।

Similar Articles

Leave a Reply

Top