অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য মোট ২৮ হাজার ৭৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন।
এর মধ্যে জননিরাপত্তা বিভাগের জন্য ২৪ হাজার ৫৯৪ কোটি এবং সুরক্ষা সেবা বিভাগের জন্য ৪ হাজার ১শ’ ৮৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে।
অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জন্য ২৪ হাজার ৫৯৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন। ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটে জননিরাপত্তা বিভাগের জন্য ২৩ হাজার ২৬১ কোটি টাকা বাজেট বরাদ্দ ছিলো।
এদিকে ২০২২-২৩ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের জন্য ৪ হাজার ১৮৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২১-২২ অর্থ বছরে সংশোধিত বাজেটে ৩ হাজার ৬৬৯ কোটি টাকা বরাদ্দ ছিল।