You are here
Home > জাতীয় > নড়াইলে দু’দিনব্যাপী নাট্য কর্মশালা

নড়াইলে দু’দিনব্যাপী নাট্য কর্মশালা

জেলায় আজ দু’দিনব্যাপী নাট্য কর্মশালা উদ্বোধন হয়েছে। শুক্রবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই নাট্য কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
জেলা প্রশাসন নড়াইলের সহযোগিতায় নাট্য সংগঠন চিত্রা থিয়েটার, নড়াইল ও যুগান্তর নাট্য সংসদের আয়োজনে দু’দিনব্যাপী নাট্য কর্মশালায় প্রশিক্ষন প্রদান করছেন দেশবরেণ্য নাট্য প্রশিক্ষক অনন্ত হীরা ও খোরশেদ আলম। 
প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে। সমাপনী আয়োজনে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহন সনদপত্র প্রদান করা হবে।
এসময় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফ খান, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হায়দার আলী, সদস্য শেখ হানিফ, চিত্রা থিয়েটার নড়াইলের সাধারণ সম্পাদক ইমান আলী মিলন, নাট্য ব্যাক্তিত্ব সৈয়দ ওসমান আলী, নাজমুল হাসান লিজা, মুন্সী আসাদুর রহমান, শহীদুল্লাহ শাহীন, ড্রামা সার্কেল নড়াইলের সাধারণ সম্পাদক রুদ্র দাস দেবা প্রমুখ উপস্থিত ছিলেন।

Similar Articles

Leave a Reply

Top