ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুই)। আসন্ন সফরে ওয়েস্ট ইন্ডিজ সফরে দু’টি টেস্ট, তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে বাংলাদেশ।
টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ১৬ জুন থেকে এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ওয়েস্ট ইন্ডিজ সফরেই পুনরায় বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্ব শুরু করবেন সাকিব আল হাসান।
সেন্ট লুসিয়ার ড্যারেন সামি ক্রিকেট গ্রাউন্ডে ২৪ জুন থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
লাল বলের লড়াই শেষে সাদা বলের লড়াইয়ে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ২ জুলাই ডোমিনিকার উইন্ডসর পার্কে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে দু’দল। পরের দিন, ৩ জুলাই একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। গায়ানায় ৭ জুলাই হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
টি-টোয়েন্টি শেষে ১০ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিরিজের পরের দু’টি ওয়ানডে হবে যথাক্রমে- ১৩ ও ১৬ জুলাই। সিরিজের সবগুলো ম্যাচই হবে গায়ানায়।
২০১৮ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিলো বাংলাদেশ দল । সফরে তিন ফরম্যাটের মধ্যে টেস্ট সিরিজ হারলেও, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছিলো বাংলাদেশ।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সূচি :
তারিখ ওয়ানডে ভেন্যু
১৬-২০ জুন, ২০২২ প্রথম টেস্ট স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, এন্টিগা
২৪-২৮ জুন, ২০২২ দ্বিতীয় টেস্ট ড্যারেন সামি ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট লুসিয়া
২ জুলাই ২০২২ প্রথম টি-টোয়েন্টি উইন্ডসর পার্ক, ডমিনিকা
৩ জুলাই ২০২২ দ্বিতীয় টি-টোয়েন্টি উইন্ডসর পার্ক, ডমিনিকা
৭ জুলাই ২০২২ তৃতীয় টি-টোয়েন্টি গায়ানা জাতীয় স্টেডিয়াম, গায়ানা
১০ জুলাই ২০২২ প্রথম ওয়ানডে গায়ানা জাতীয় স্টেডিয়াম, গায়ানা
১৩ জুলাই ২০২২ দ্বিতীয় ওয়ানডে গায়ানা জাতীয় স্টেডিয়াম, গায়ানা
১৬ জুলাই ২০২২ তৃতীয় ওয়ানডে গায়ানা জাতীয় স্টেডিয়াম, গায়ানা