বলিউড সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
জানা গেছে, কলকাতার গুরুদাস কলেজের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালে অসুস্থ হয়ে পড়েন কেকে। হোটেলে ফিরলে তার অবস্থার অবনতি হয়।
সিএমআরআই হাসপাতালে নেওয়া হলে স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর। বুধবার কর্মকর্তারা এ খবর জানান।
কেকে’র মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে তার অনুরাগী মহলে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটার বার্তায় বলেছেন, তার গানে বিস্তৃত আবেগের সমাবেশ ঘটেছিল, যা সকল বয়সী শ্রোতাকে আকৃষ্ট করে।
তিনি তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আমরা তার গানের মধ্যদিয়েই তাকে স্মরণ করবো।
দিল্লীতে ১৯৬৮ সালের ২৩ আগস্ট জন্ম নেয়া কেকে’র প্রথম অ্যালবাম ‘পাল’ ১৯৯৯ সালে প্রকাশ পেলে তা ব্যাপক সাড়া ফেলে। এর পর আর পেছনে তাকাতে হয়নি এই শিল্পীকে। বলিউড চলচ্চিত্রে গেয়েছেন অসংখ্য গান। গানের মধ্য দিয়েই ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কেকে। প্রয়াত এই বলিউড গায়কের গানের তালিকায় রয়েছে জারা সা, দিল ইবাদত, কেয়া মুঝে পেয়ার হে, তুহি মেরি সাব হে, বিতে লামহে, আখোমে তেরি আজাবসির মতো অসংখ্য জনপ্রিয় গান। হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লম, মারাঠি ভাষায়ও প্লেব্যাক করেছেন।
কেকে ২০০৫ সালে তামিল ভাষায় বেস্ট প্লেব্যাক সিঙ্গার নির্বাচিত হন।