ঢাকার বাইরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের খরচ প্রায় ১১ শতাংশ বেড়ে ১২৯ কোটি টাকা হচ্ছে।
আজ সরকারি ক্রয় সংক্রান্তে মন্ত্রিসভা কমিটির সভায় জাপানি প্রতিষ্ঠানকে এই অতিরিক্ত অর্থ দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী বলেন, ‘করোনাসহ মুন্সিগঞ্জে বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নিয়ে বিরোধিতার কারণে সম্ভাব্যতা যাচাইয়ে সময় বেশি লাগছে। এ জন্য খরচ বাড়তে পারে।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ২টি জায়গা নিয়ে আলোচনা চলছে। মাদারীপুরে ৬০ হাজার একর জমি পাওয়া গেছে। তবে সেখান থেকে ঢাকার দূরত্ব বেশি, যানজটের সমস্যা হতে পারে। অন্যটি মুন্সিগঞ্জে। তবে এখানকার প্রস্তাবিত জায়গা নিয়ে বিরোধিতা আছে এলাকাবাসীর।’
এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পের বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা (১ম সংশোধিত)’ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিপ্পন কোয়ি কোম্পানি লিমিটেডকে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১৩ কোটি ২৬ লাখ ২৪ হাজার ৩৩১ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।