You are here
Home > জাতীয় > মেহেরপুরে দুই দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন

মেহেরপুরে দুই দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন

জেলায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম ( ৫ম পযায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের অধীনে দুই দিনব্যাপী শিশু মেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার ১০ টার দিকে সদর উপজেলার শ্যামপুর-শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক  ড. মোহাম্মদ মুনসুর আলম খান।

মেহেরপুর জেলা তথ্য অফিস আয়োজিত গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত শিশু মেলায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ, শ্যামপুর-শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, শ্যামপুর-শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বারী,  সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু। আলোচনা সভার আগে  জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি র্যালী প্রধান সড়ক থেকে মেলা চত্বরে এসে শেষ হয়।

মেলায় বিভিন্ন সরকারি দপ্তরের এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ১৩ টি স্টল দিয়েছে।

Similar Articles

Leave a Reply

Top