You are here
Home > জাতীয় > ঢাকা-চট্টগ্রাম রেল পথে ট্রেন চলাচল শুরু

ঢাকা-চট্টগ্রাম রেল পথে ট্রেন চলাচল শুরু

ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী রেলপথে দীর্ঘ নয় ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। আজ সোমবার দুপুর ১ টায় উদ্ধার কাজ শেষে যথারীতি ট্রেন চলাচল শুরু হয়। এর আগে ভোর ৪ টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।

কুমিল্লার রেলওয়ে পথ কর্মকর্তা মো. লেয়াকত আলী বাসসকে বলেন, সকাল সাড়ে ৯টায় কুমিল্লার লাকসাম ও ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুটি উদ্ধাকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করে। এতে দুপুর ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার কারণে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে, কুমিল্লা স্টেশনে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং শশীদল স্টেশনে তূর্ণা নিশীথা এক্সপ্রেস আটকা পড়ে।

Similar Articles

Leave a Reply

Top