নাটোর জেলা আইন শৃংখলা কমিটির সভা আজ রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন সভায় জানান, বিগত এপ্রিল মাসে জেলায় ভ্রাম্যমাণ আদালতের ৬১টি অভিযান পরিচালনা করে ১৪০টি মামলার বিপরীতে ৫৬জন অভিযুক্তকে কারাদন্ড প্রদান করা হয় এবং পাঁচ লাখ ৯৯ হাজার ২৫০ টাকা জরিমানালব্দ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। একই সময়ে ৩৭১টি চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে এক কোটি ৪৪ লক্ষ টাকা মূল্যের পণ্য আটক করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় বাল্যবিয়ে রোধে উঠান বৈঠক আয়োজন এবং বাল্যবিয়ে রোধের কার্যক্রম অব্যাহত আছে।
সভায় বক্তারা ঈদ পরবর্তী জেলার বিদ্যমান আইন শৃংখলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন ।
সভায় বক্তব্য রাখেন নাটোর-১ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রতœা আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ কুমার রায়, সিভিল সার্জন ডাঃ রোজী আরা খাতুন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আলমগীর হোসেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম প্রমুখ।