You are here
Home > জাতীয় > পায়রা সেতু নির্মাণে বাংলাদেশ-কোরিয়া চুক্তি স্বাক্ষর

পায়রা সেতু নির্মাণে বাংলাদেশ-কোরিয়া চুক্তি স্বাক্ষর

কচুয়া-বেতাগী-পটুয়াখালী-লোয়ালিয়া-কালাইয়া সড়কে পায়রা নদীর উপর সেতু নির্মাণে বাংলাদেশ-কোরিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। 
রাজধানীর সেতু ভবনে আজ মঙ্গলবার কোরিয়ান সামহোয়ান কর্পোরেশন এবং বাংলাদেশের মীর আখতার জয়েন্ট ভেনচারের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২০২৫ সালের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 
ওবায়দুল কাদের বলেন, পটুয়াখালীর চতুর্থ শ্রেীণর ছাত্র শীর্ষেন্দু বিশ্বাসের পায়রা নদীর উপর সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠির মাধ্যমে আবেদন করেন এবং তার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সেতু নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা, বাঙালির আস্থার প্রতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা  শিশুটির আবেদনে সাড়া দেওয়া এটি বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
প্রায় সতেরশ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে সম্ভাব্য ব্যায় ধরা হয়েছে এক হাজার বিয়াল্লিশ কোটি টাকা। 
 

Similar Articles

Leave a Reply

Top