You are here
Home > খেলাধুলা > ওয়ার্নের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব

ওয়ার্নের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব

মাত্র ৫২ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন বিশ্ব ক্রিকেট জগতের কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। তার এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব। 
ওয়ার্নের এমন মৃত্যু কারও বিশ্বাস হচ্ছে না। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন বিশ্বের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। 
ওয়ার্নের মৃত্যুতে প্রচন্ডভাবে শোকাহত ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস। তিনি লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না। আমি হতাশ। এটা সত্যি হতেই পারে না। চিরবিদায় শেন ওয়ার্ন। এই মুহূর্তে আমার কেমন লাগছে, বর্ণনা করার ভাষা নেই। ক্রিকেটের বিশাল ক্ষতি হয়ে গেল।’
বন্ধু ওয়ার্নের মৃত্যু কোনভাবেই মানতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা। তিনি লিখেছেন, ‘এই মুহূর্তে আমি বাকহীন। পুরো বিষয়টি কিভাবে মেনে নিব, জানি না। আমার বন্ধু আর নেই। সর্বকালের সেরা ক্রীড়াবিদদের একজনকে আমরা হারিয়েছি। তার পরিবারের প্রতি আমার সমবেদনা। বিদায় ওয়ার্নি। মিস করবো তোমায়।’
আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ার্নের সাথে ভারতের শচীন টেন্ডুলকারের ব্যাট-বলের যুদ্ধ বহুবার হয়েছে। ২২ গজে একে অন্যের প্রতিন্দ্বন্দি হলেও, মাঠে দু’জনের মধ্যে ছিলো মুদ্রার উল্টো পিঠ। বন্ধুর মত ছিলো তাদের সর্ম্পক। 
তাই ওয়ার্নের মৃত্যুতে হতাশ টেন্ডুলকার। তিনি লিখেছেন, ‘তোমাকে মিস করবো ওয়ার্নি। মাঠে বা মাঠের বাইরে কখনোই তোমার সঙ্গে সময়টা খারাপ কাটেনি। আমাদের মাঠের দ্বৈরথ ও বাইরের আড্ডা সবসময় আমার হৃদয়ে থাকবে। তোমার মনে ভারত সবসময় একটি বিশেষ জায়গা নিয়ে- ছিল এবং ভারতীয়দেরও কাছেও তুমি ছিলে বিশেষ। বড় তাড়াতাড়ি চলে গেলে।’
ওয়ার্নের মৃত্যুর সংবাদ অবিশ^াস্য লাগছে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির কাছে। তিনি লিখেছেন, ‘জীবন এতটাই আনপ্রেডিক্টেবল। খেলাটির গ্রেটদের একজন এবং মাঠের বাইরে আমার চেনা এমন একজনের মৃত্যু আমি মেনে নিতেই পারছি না।’
ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা লিখেছেন, ‘আমি সত্যিই আমার ভাষা হারিয়ে ফেলেছি, খুবই দুঃখজনক। একজন সত্যিকারের কিংবদন্তি ও খেলাটির চ্যাম্পিয়ন আমাদের ছেড়ে চলে গেছেন। বিদায় শেন ওয়ার্ন। এখনও বিশ্বাস করতে পারছি না।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বিশ^ ক্রিকেটর সেরা  পেস বোলারদের একজন ওয়াকার ইউনিস। টুইটারে ওয়াকার লিখেছেন, ‘শেন ওয়ার্ন আর নেই। আমি হতবাক, আমি বিধ্বস্ত। বিশ্বাসই হচ্ছে না, আমি এই খবর শুনছি। আমাদের ক্রিকেট অঙ্গনের জন্য খুব কষ্টের দিন। আমার প্রজন্মের সেরা বড় তারকা চলে গেল। চির বিদায় লিজেন্ড। তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা।’
ওয়ার্নের সাথে একটি ছবি দিয়ে পাকিস্তানের স্পিড স্টার শোয়েব আখতার লিখেন, ‘কিংবদন্তি শেন ওয়ার্নের মৃত্যু হৃদয় বিদারক। আমি কতটা ব্যথিত তা এক শব্দে প্রকাশ করা যাবে না। কি দারুণ এক ক্রিকেটার, কি অসাধারণ এক মানুষ।’
২৪ বছর পর গতকাল পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে অস্ট্রেলিয়া। পাকিস্তানে বসে একই দিন দু’টি দুঃসংবাদ শুনতে হলো অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। তাই হতাশা ভরা মনে টুইট করেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। তিনি লিখেন, ‘খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন খেলাটির দুই কিংবদন্তি। আমি ভাষা হারিয়ে ফেলেছি। এটা চরম কষ্টদায়ক। মার্শ ও ওয়ার্নের পরিবারের জন্য আমার প্রার্থনা  ও সমবেদনা। বিশ্বাসই করতে পারছি না আমি। আপনাকে মিস করবো।’
ওয়ার্নের মৃত্যুতে শোক জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ইয়ান বোথামও। তিনি লিখেছেন, ‘আমি খেলার মাঠে ও মাঠের বাইরে একজন অসাধারণ বন্ধুকে হারালাম। আমার চোখে ‘সেরাদের একজন’ সে।’

Similar Articles

Leave a Reply

Top