You are here
Home > খেলাধুলা > বাংলাদেশের সাথে নির্ধারিত সিরিজ এ বছরও খেলবে না আয়ারল্যান্ড

বাংলাদেশের সাথে নির্ধারিত সিরিজ এ বছরও খেলবে না আয়ারল্যান্ড

আগামী মে মাসে বাংলাদেশের সাথে তিন ম্যাচের ওয়ানডে ও চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিলো আয়ারল্যান্ডের। কিন্তু ব্যস্ত সূচির কারণে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ স্থগিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। সিরিজটি ২০২৩ সালে খেলার পরিকল্পনা করেছে আইরিশরা। 
এবারের গ্রীষ্মের পুরো সূচি প্রকাশ করছে সিআই। সেখানে ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের সাথে সিরিজ খেলবে আয়ারল্যান্ড। ভারতের বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি, নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে-টি টোয়েন্টি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি এবং আফগানিস্তানের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে আইরিশরা। 
বাংলাদেশ ছাড়া জিম্বাবুয়ে সফরও স্থগিত করেছে আয়ারল্যান্ড। এ ব্যাপারে সিআইর প্রধান নির্বাহি ওয়ারেন ডিউট্রম বলেন, ‘আমরা এই বছরের এপ্রিলে জিম্বাবুয়ে সফর এবং ঘরের মাঠে বাংলাদেশ সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। যা ২০২৩ সালে নিয়ে যাওয়া হয়েছে। এসব পরিবর্তনের পরও আমরা এবছর বিশ্বের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি দলকে আতিথেয়তা দিচ্ছি। যা আমাদের জন্য রেকর্ড।’

Similar Articles

Leave a Reply

Top