You are here
Home > বিশ্ব > ব্রাজিলে বৃষ্টি ও আকস্মিক বন্যায় এ পর্যন্ত ১৩৬ জনের মৃত্যু

ব্রাজিলে বৃষ্টি ও আকস্মিক বন্যায় এ পর্যন্ত ১৩৬ জনের মৃত্যু

বন্যায় কাদামাটিতে তলিয়ে যাওয়া লোকদের উদ্ধারে ব্রাজিলের পেট্রোপলিস শহরে শুক্রবারও কর্তৃপক্ষ ব্যাপক উদ্ধার অভিযান অব্যাহত রাখে। 
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো এই ঘটনাকে ‘যুদ্ধ দৃশ্য” হিসেবে বর্ণনা করেছেন।
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, রিও ডি জেনিরো থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তরে মনোরম এই পর্যটন শহর থেকে এ পর্যন্ত ১৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তিন দিন পর নিখোঁজ লোকদের  আরো বেঁচে থাকার আশা দ্রুত ক্ষীণ হয়ে আসছে। 
মেট্রোপলিসের মেয়র রুবেনস বোমটেম্পো শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, এতো সময় পাড় হয়েছে যে, এখন কাউকে জীবিত পাওয়া কঠিন।
রিও ডি জেনিরোর গভর্নর ক্লদিও কাস্ত্রো বলেছেন, ১৯৩২ সালের পর এই প্রবল মৌসুমি বৃষ্টিপাতে গত মঙ্গলবার শহরের রাস্তাগুলো নদীতে পরিণত হয়, এতে বাড়ি, গাড়ি এবং গাছপালা ভাসিয়ে নিয়ে যায়। 
শুক্রবার বোলসোনারো হেলিকপ্টারে করে মেট্রোপলিসের অবস্থা দেখে সাংবাদিকদের বলেন, “আমরা যুদ্ধের দৃশ্যের মতো ব্যাপক ধ্বংস দেখছি।”
রশিয়া ও হাঙ্গেরি সফর শেষে বোলসোনারো সরাসরি পেট্রোপলিসে যান। 
কর্মকর্তারা শুক্রবার গভীর রাতে বলেছেন, ২১৮ জন এখনো নিখোঁজ রয়েছেন, এদের মধ্যে ৫৭ জন উদ্ধার করা লাশের মধ্যে থাকতে পারেন, এই লাশগুলো এখনো শনাক্ত করা হয়নি। 
প্রায় তিন লাখ লোক অধ্যুসিত এ শহরে শুক্রবার সকালে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় আবোরা এলার্ম ঘন্টা বাজানো হয়। 

Similar Articles

Leave a Reply

Top