You are here
Home > বিশ্ব > ব্রাজিলে বন্যা, ভূমিধসে ৯৪ জনের প্রাণহানি ॥ উদ্ধার তৎপরতা অব্যাহত

ব্রাজিলে বন্যা, ভূমিধসে ৯৪ জনের প্রাণহানি ॥ উদ্ধার তৎপরতা অব্যাহত

ব্রাজিলের পাহাড় ঘেরা মনোরম শহর পেট্রোপলিসে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৯৪ জন মারা গেছে। 
উদ্ধারকর্মীরা জীবিতদের উদ্ধারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।
রাজধানী রিও ডি জেনিরো থেকে ৬৮ কিলোমিটার উত্তরে অবস্থিত শহরটির রাস্তাঘাট মঙ্গলবার প্রবল বৃষ্টিতে নদী’র রূপ নিয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে বাড়ি-ঘর।  
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণহানি ছাড়াও এখনও নিখোঁজ রয়েছে ৩৫ জন। এদের অধিকাংশই পার্বত্য এলাকার বস্তির বাসিন্দা। 
রাজ্য সরকার বলছে, অন্তত ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আরো উদ্ধারের লক্ষ্যে উদ্ধারকারী দল কুকুর, খননযন্ত্র ও হেলিকপ্টারের সাহায্যে জরুরি ভিত্তিতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। 
এদিকে বাড়ি-ঘর ধ্বংস হওয়ায় প্রায় তিন’শ লোক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। 
গভর্ণর ক্লাইডিও ক্যাস্ত্রো ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি এসব এলাকাকে যুদ্ধ ক্ষেত্রের অনুরূপ বলে বর্ণনা করেন।
তিনি জোর উদ্ধার তৎপরতা চালানোর জন্য উদ্ধারকারীদের প্রশংসা করেন। 
এদিকে সিটি হল রাজ্যজুড়ে দুযোগপূর্ণ অবস্থা জারি করেছে। এছাড়া সিটি কর্তৃপক্ষ মৃতদের স্মরণে তিনদিনের শোক ঘোষণা করেছে। 

Similar Articles

Leave a Reply

Top