You are here
Home > খেলাধুলা > ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চমবারের মত চ্যাম্পিয়ন ভারত

ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চমবারের মত চ্যাম্পিয়ন ভারত

পঞ্চমবারের মত অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ  শিরোপা জিতেছে উপমহাদেশের দল  ভারত। গতরাতে অনুষ্ঠিত ফাইনালে ভারত ৪ উইকেটে হারায় ইংল্যান্ডকে। 
এন্টিগায় অনুষ্ঠিত  ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ইংল্যান্ড। কিন্তু ব্যাট হাতে নেমে ভারতের বোলিং  তোপে স্কোরবোর্ডে ৬১ রান তুলতেই  ৬ উইকেট হারায় ইংলিশরা। ৯১ রানে সপ্তম উইকেট পতনের পর দলের পক্ষে বড় জুটি গড়েন জেমস রিউ ও জেমস সেলস। 
অষ্টম উইকেটে ১১২ বলে ৯৩ রানের জুটি গড়েন দুই জেমস। ১১৬ বলে ১২টি চারে ৯৫ রানে রিউ ফিরলেও, ৬৫ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন সেলস। শেষ পর্যন্ত ৪৪ দশমিক ৫ ওভারে অলআউট হবার আগে ১৮৯ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড।
ইংল্যান্ডের বড় স্কোর করতে দেননি ভারতের দুই পেসার রাজ বাওয়া ও রবি কুমার। বাওয়া ৩১ রানে ৫ ও রবি কুমার ৩৪ রানে ৪ উইকেট নেন। 
জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্যে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় ভারত। এরপর ৪৯ ও ৪৬ রানের ছোট দু’টি জুটিতে দারুনভাবে লড়াইয়ে টিকে থাকে ভারত। এই দুই জুটিতে বড় অবদান ছিলো শেখ রাশেদের। ৮৪ বলে ৬টি চারে ৫০ রান করেন তিনি। 
তবে পঞ্চম উইকেটে বাওয়া-নিশান্ত সিঁদুর ৮৮ বলে ৬৭ রানের জুটি ভারতকে জয়ের দোরগোড়ায় নিয়ে যায়। শেষ ১৪ বল হাতে রেখে শিরোপা জয়ে মেতে উঠে ভারত। সিঁদু ৫৪ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। বাওয়া ৩৫ রান করেন। ফাইনালের সেরা হন বাওয়া। 
দক্ষিন আফ্রিকার পচেফস্ট্রুমে ২০২০  বিশ^কাপে ফাইনালে বাংলাদেশের কাছে বৃষ্টি আইনে ৩ উইকেটে হেরে শিরোপার স্বাদ নিতে পারেনি ভারত। ২০০০, ২০০৮, ২০১২ ও ২০১৮ সালের পর এবার শিরোপা ঘরে তুললো ভারতের যুবারা। 
গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার অস্টম স্থানে  থেকে টুর্নামেন্ট শেষ করেছে।

Similar Articles

Leave a Reply

Top