You are here
Home > জাতীয় > কম দামে টিসিবি পণ্য বিক্রি শুরু করেছে

কম দামে টিসিবি পণ্য বিক্রি শুরু করেছে

নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য স্থিতিশীল রাখার পাশাপাশি করোনাকালীন সময়ে নিন্ম আয়ের মানুষের নিকট ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দিতে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ থেকে ট্রাক সেল শুরু করেছে। রাজধানীসহ দেশের সকল মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে ৪৫০টি ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পণ্য সামগ্রীর বিক্রি চলবে ।
এ বিষয়ে টিসিবির যুগ্ন পরিচালক ও ঢাকা আঞ্চলিক কার্যালয়ের তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবীর বাসস’কে বলেন, করোনাকালীন সময়ে নিন্ম আয়ের মানুষের নিকট নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।  
তিনি জানান, ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ১১০ টাকা দরে দুই থেকে পাঁচ লিটার সয়াবিন তেল, ৩০ টাকা কেজি দরে ২ থেকে ৫ কেজি পেঁয়াজ এবং ৬৫ টাকা দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।
তিনি ডিলারদেরকে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানান।
প্রতিটি ট্রাকে ৩০০ থেকে ৮০০ কেজি চিনি, মসুর ডাল ৪০০ থেকে ৮০০ কেজি, পেঁয়াজ ১০০ থেকে ১০০০ কেজি এবং সয়াবিন তেল ৫০০ থেকে ১০০০ লিটার বরাদ্দ রাখা হয়েছে।

Similar Articles

Leave a Reply

Top