You are here
Home > জাতীয় > খালেদা জিয়া গ্যাটকো দুর্নীতি মামলায় চার্জ শুনানী ১৩ র্মাচ

খালেদা জিয়া গ্যাটকো দুর্নীতি মামলায় চার্জ শুনানী ১৩ র্মাচ

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অপর আসামদিরে বিরুদ্ধে অভিযোগ  গঠনের শুনানি পিছিয়েছে ।  আগামী ১৩ র্মাচ শুনানরি দিন র্ধায করেছে আদালত।

গতকাল রোববার ঢাকার ৩ নম্বর বশিষে জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসাইন আগামী ১৩ র্মাচ শুনা‌নরি নতুন দিন ঠিক করনে।

গতকাল এই মামলার অভিযোগ গঠন শুনানরি দিন র্ধায ছিল,তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হননি বিধায় তার পক্ষে আইনজীবী জিয়া উদ্দিন সময়ের আবেদন করেন।

২০০৭  সালের ২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মো. গোলাম শাহরিয়ার ১৩ জনরে বিরুদ্ধে বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।

২০০৮ সালের ১৩ মে মামলাটি তদন্ত করে জোট সরকাররে প্রভাবশালী ৯ জন সাবকে মন্ত্রী ও উপমন্ত্রীসহ মোট ২৪ জনের বিরুদ্ধে দুদকের উপপরিচালক মো. জহিরুল হুদা অভিযোগপত্র দাখিল করেন।

আসামীর মধ্যে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, সাবেক মন্ত্রী ও জামায়াতরে আমরি মাওলানা মতীউর রহমান নীজামী, খালেদা জিয়া ছোট ছেলে আরাফাত রাহমান কোকো, এম কে আনোয়ার, সাবেক মন্ত্রী এম শামছুল ইসলাম,সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন।

বন্দরের প্রধান র্অথ ও হসিাবরক্ষক র্কমর্কতা আহমদে আবুল কাশেমের মৃত্যুর পর এই মামলায় র্বতমান আসামির সংখ্যা ১৬ জন।

অন্য আসামীদের মধ্যে রয়ছেনে— বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বন্দর র্কতৃপক্ষরে (চবক) সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী, সাবেক মন্ত্রী র্কনেল আকবর হোসেনের (প্রয়াত) স্ত্রী জাহানারা আকবর, দুই ছেলে ইসমাইল হোসেন সায়মন এবং একেএম মুসা কাজল, এহসান ইউসুফ, সাবেক নৌ সচিব জুলফিকার হায়দার চৌধুরী, চট্টগ্রাম বন্দর র্কতৃপক্ষরে (চবক) সাবেক সদস্য একে রশিদ উদ্দিন আহমদে এবং গ্লোবাল এগ্রোট্রেড প্রাইভেট লি (গ্যাটকো) এর পরিচালক শাহজাহান এম হাসিব, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, জরুরি বিধিমালা সংযুক্ত এ মামলার অভিযোগপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা বাতিল চেয়ে রিট করেছিলেন খালেদা জিয়া । রিটের কারণে প্রায় ৮ বছর নিম্ন আদালতে বিচার র্কাযক্রম বন্ধ ছিল। রিট খারিজ করে উচ্চ আদালত ২০১৬ সালরে ২৩ ফেব্রুয়ারী খালেদা জিয়াকে দুই মাসের মধ্যে আত্মসর্মপণের নির্দেশ দেন। উচ্চ আদালতরে নির্দেশে ওই বছরের ৫ এপ্রিল আত্মসর্মপণ করে জামিন পান খালেদা জিয়া

Similar Articles

Leave a Reply

Top