জেলা সদরে আজ নদী থেকে পলি মাটি সরানোর মধ্যদিয়ে মধুমতি নদী সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার সকালে শহরের গেটপাড়া এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এসময় জেলায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফইজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওসমান গনি, সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাড়ে আট কিলোমিটার এলাকার পলিমাটি সরাতে ব্যয় ধরা হয়েছে এককোটি ২৯ লাখ টাকা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এ প্রকল্প বাস্তবায়ন করছে।