জাতীয় দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন আর দায়িত্ব পালনে ইচ্ছুক নন বলে আজ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক উর্ধ্বতন কর্মকর্তা।
ক্রিকেট অপরারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, দুই বছরের চুক্তিতে ২০২০ সালের ২১ জানুয়ারি বাংলাদেশ দলের দায়িত্ব নেয়া গিবসন জাতীয় দলের সাথে চুক্তি মেয়াদ আর বাড়াবেন না ।
আজ ইউনুস বলেন, ‘গিবসনের সাথে বর্তমান চুক্তির মেয়াদ চলতি মাসেই শেষ হবে। চুক্তি নবায়ন না করার বিষয়টি তিনি আমাদের আগেই জানিয়েছিলেন।’
গত দুই বছরে, বাংলাদেশের পেসারদের তৈরি করেছেন গিবসন। সেটি এবারের নিউজিল্যান্ড সিরিজে ফুটে উঠে। নিউজিল্যান্ডের মাটিতে দুর্দান্ত পারফরমেন্সে দুই ম্যাচের সিরিজ ১-১ ড্র তে শেষ হতে সহায়তা করেছে।
পেসার এবাদত হোসেনের বোলিং পারফরমেন্সে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সিরিজের প্রথম ৮ উইকেটে জিতে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৬ উইকেট নেন এবাদত। গিবসনের অধীনে পুরনো রুপে ফিরে আসেন পেসার তাসকিন আহমেদ। দেরিতে হলেও দেশের বাইরে সত্যিকারের ম্যাচ জয়ী খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমান করেন তাসকিন।
গিবসনের অধীনে শরিফুল ইসলাম, আবু জায়েদ রাহি ও মুস্তাফিজুরদেরও বোলিংয়ে উন্নতি ঘটে।
এদিকে, পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি দল মুলতান সুলতানস তাদের সহকারী ও পেস বোলিং কোচ হিসেবে গিবসনকে অর্ন্তভুক্ত করার বিষয়টি গতকাল টুইটারে পোস্ট করেছে।