জেলার সুগন্ধা নদীর দক্ষিণ তীর থেকে লঞ্চে অগ্নিকান্ডের পঞ্চম দিনে মঙ্গলবার সকালে এক যুবকের (৩৫) এবং দুপুরে বিষখালী নদী থেকে এক কিশোরের(১২) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানিয়েছেন- মরদেহের শরীরে আগুনে পোড়ারদাগ রয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সদর থানার পরিদর্শক তদন্ত মো. সাইফুল ইসলাম সোহাগ জানান, সকাল ৮টার দিকে সুগন্ধা নদীর দক্ষিণ পাড়ের গ্রাম কিস্তাকাঠি এলাকায় নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
ঝালকাঠি সদর থানার এসআই চয়ন হালদার মৃতদেহের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য মৃতদেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এসআই জানান, দুপুর দেড়টার দিকে সদর উপজেলার সাচিলাপুর এলাকায় বিষখালী নদীতে এক কিশোরের মৃতদেহ ভেসে ওঠার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড সদস্যরা মৃতদেহ উদ্ধার করে ঝালকাঠি লঞ্চঘাটে নিয়ে আসেন।