আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবলার দিয়েগো ম্যারাডোনার সম্পত্তি নিয়ে ডাকা নিলামের সময়সীমা আরো কিছুদিন বৃদ্ধি করা হয়েছে। রোববার অনলাইনের মাধ্যমে বিশ্বকাপ জয়ী ম্যারাডোনার স্মৃতি বিজড়িত বাড়ি-গাড়ী নিয়ে নিলাম আয়োজিত হয়। সেখানে সর্বমোট ৯০টি পন্য বিক্রি হয়েছে। কিন্তু বেশীরভাগ মূল্যবান সামগ্রী অবিক্রিত থেকে যাওয়ায় নিলাম হাউজ থেকে বিডে অংশ নেবার সময় বৃদ্ধি করা হেয়ছে।
অনলাইনে বড় বিডারদের আকৃষ্ট করা সম্ভব হয়নি। প্রয়াত এই ফুটবলারের কাছে থাকা লু সেডোভার আঁকা একটি চিত্রকর্ম সর্বোচ্চ ২১৫০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। কিন্তু বার্সেলোনা ও নাপোলির সাবেক এই তারকা বুয়েন্স আয়ার্সের বাড়িটির সর্বনি¤œ বিক্রয়মূল্য ৯ লাখ ডলার রাখা হলেও তাতে কোন বিডার আগ্রহ প্রকাশ করেনি। বাড়ি ছাড়াও দুটি বিমএমডব্লিউ গাড়ি যার যৌথ মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৯০ হাজার ও মার ডি প্লাটায় সমুদ্র পার্শ্ববর্তী একটি বিলাসবহুল এ্যাপার্টমেন্টের মূল্য ধরা হয়েছে ৬৫ হাজার ডলার।
তিন ঘন্টার এই নিলামে মাত্র ২৬ হাজার ডলারের সামগ্রী বিক্রি হয়েছে। এখনো ১.৪ মিলিয়ন মূল্যমানের সম্পত্তি অবিক্রিত রয়ে গেছে। বিডে বিক্রি হওয়া অন্যান্য পন্যের মধ্যে রয়েছে ম্যারাডোনার নাপোলির জ্যাকেট, ট্রেনিং প্যান্ট ও কিউবান সিগারের বক্স।
নিলাম হাউজ আদ্রিয়ান মেরকাডো গ্রুপ এ কারনে বিডের সময় আগামী শনিবার পর্যন্ত বৃদ্ধি করেছে। নতুন বিডাররা বাকি থাকা সামগ্রীগুলোর জন্য বিড রেজিষ্টার করতে ১০ দিন সময় হাতে পাচ্ছে। রোববারের নিলামে লাতিন আমেরিকা, ইতালি, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া ও দুবাইয়ের বিডাররা অংশ নেয়।