বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শাহীদ হত্যা মামলায় দুই আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সানাউল হক দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
আদালত উভয় পক্ষের শুনানী শেষে আসামীদের জামিনের আবেদন নাকচ করে দিয়ে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন,জাকিরুল হোসেন ও সাইফুল ইসলাম,গত রোববার এ দুই জনকে গ্রেপ্তার করে র্যাব।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আদাবর থানা শ্যামলীর হলিল্যান্ড গলিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি আনোয়ার শাহীদকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টায় তিনি মারা যান।
জানা যায়, আনোয়ার শাহীদ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। বাসা মিরপুর হলেও একজন ফোন করলে তিনি কল্যাণপুর যান। শ্যামলী হানিফ কাউন্টার পৌঁছামাত্র অজ্ঞাত ওই ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।