বিশ্বের ৮০ শতাংশেরও বেশি দেশ যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতিশ্রুতির আলোকে এ দশকের শেষ নাগাদ ৩০ শতাংশ মিথেন গ্যাস নির্গমন হ্রাসে স্বাক্ষর করেছে। মঙ্গলবার ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডের লেয়ান একথা জানান। খবর এএফপি’র।
কপ২৬ জলবায়ু সম্মেলনে তিনি বলেন, ২০২০ সালের তৃতীয় ধাপ অর্জনের মাধ্যমে পরিবেশের জন্য অতি ক্ষতিকর গ্রীনহাউস গ্যাস হ্রাস ‘দ্রুত জলবায়ু পরিবর্তনের লাগাম টেনে ধরবে।’
তিনি বলেন, শিল্প বিপ্লবের পর মিথেন গ্যাস নির্গমনের কারণে বৈশ্বিক উষ্ণতা প্রায় ৩০ শতাংশ বেড়ে গেছে।
তিনি আরো বলেন, ‘অতীতের যেকোন সময়ের চেয়ে বর্তমানে বৈশ্বিক মিথেন নির্গমন অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।’ এ ব্যাপারে তিনি বলেন, উষ্ণতা হ্রাসে এবং প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য অর্জনে বৈশ্বিক উষ্ণতা সর্বোচ্চ ১.৫ ডিগ্রী সেলসিয়াসে ধরে রাখতে অধিক কার্যকর পন্থাগুলোর অন্যতম হচ্ছে মিথেন গ্যাস নির্গমন হ্রাস করা।